আজকাল ওয়েবডেস্ক: সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে আইপিএলে ইতিহাস গড়েছেন বৈভব সূর্যবংশী।‌ কোটিপতি লিগের শুরুটাও দারুণ করেন। মাত্র ১৪ বছর বয়সে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের আগমনবার্তা দেন। অভিষেক ইনিংসে ২০ বলে ৩৪ রান করলেও, দ্বিতীয় ম্যাচে ১২ বলে ১৬ রান করে আউট হন। বিস্ময় বালকের জন্য এবার সতর্কবাণী বীরেন্দ্র শেহবাগের। প্রচারের আলো, জনপ্রিয়তায় ভেসে না গিয়ে, পা মাটিতে রাখার পরামর্শ দেন প্রাক্তন তারকা। বিরাট কোহলির থেকে অনুপ্রেরণা নেওয়ারও পরামর্শ দেন। একইসঙ্গে জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনা গ্রহণ করার জন্যও তৈরি থাকার বার্তা দেন বীরু। 

একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শেহবাগ বলেন, 'তুমি মাঠে নামার সময় যদি মনে রাখো ভাল খেললে প্রশংসা পাবে, খারাপ খেললে সমালোচনা জুটবে, তাহলে তোমার পা মাটিতে থাকবে। আমি এমন অনেক প্লেয়ারকে দেখেছি যারা এক-দুই ম্যাচে জনপ্রিয়তা পাওয়ার পর হারিয়ে যায়। কারণ ওরা নিজেদের স্টার প্লেয়ার ভাবতে শুরু করে।' স্পিনের বিরুদ্ধে কিছুটা দুর্বল দেখায় বৈভবকে। কয়েকটা ব্যাটের কানায় লেগে চার হয়। বিরাট কোহলির থেকে অনুপ্রেরণা নিয়ে আগামী দুই দশক আইপিএল খেলার পরামর্শ দেন বীরু। তিনি বলেন, 'সূর্যবংশীর ২০ বছর আইপিএল খেলা উচিত। বিরাট কোহলিকে দেখো, ১৯ বছর বয়সে আইপিএলে খেলা শুরু করেছিল। টুর্নামেন্টের ১৮ সংস্করণ ধরে খেলছে। ওরও সেটাই চেষ্টা করা উচিত। তবে ও যদি এই আইপিএল নিয়ে খুশি থাকে, যদি নিজেকে কোটিপতি ভাবে, দারুণ অভিষেক হয়েছে ভাবে, প্রথম বলেই ছয় মারার জন্য গর্বিত হয়, তাহলে হয়তো পরের বছর ওকে আর দেখা যাবে না।' মাত্র ১৩ বছর বয়সে মেগা নিলামে বৈভবকে ১.১ কোটিতে কেনে রাজস্থান রয়্যালস।